গতকাল দেখে এসেছি কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আনন্দ আর বিষ্ময় চোখে অনুভব করেছি দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের নির্মানযজ্ঞ। দেখেছি টানেল রিং তৈরির বিভিন্ন ধাপ। আট সেগমেন্ট দিয়ে এক রিংএর পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে চৈনিক বিশেষজ্ঞদের নানা কারিশমা।
কেবেটি, লেনস্লাব, কার্পেটিংসহ বিভিন্ন ধাপের কর্মযজ্ঞ শেষে দুই লেইনে ১২২৮ ও ১২২৪ টি রিংএর সমন্বয়ে গড়ে উঠেছে এই টানেল। টানেলের দৈর্ঘ্য ২৪৫৭ মিটার বা ২.৫ কিমি। চওড়া ৩৫ মিটার। দুই লেন বিশিষ্ট টানেলের প্রতি লেনের পরিধি ৮.২ মিটার।
কর্ণফুলীর তলদেশ থেকে ১৬৪ ফিট নিচে দিয়ে তৈরি হয়েছে এই টানেল। এই টানেল দিয়ে হয়তো আগামীতে গাড়ি চেপে পারাপার হবো। কিন্তু লেনস্লাব ধরে হেঁটে, কেবেটিতে ডুকে, রডের তৈরি কার্পেটিং খাঁচা মাড়িয়ে নদীর তলদেশ ছাড়িয়ে এগিয়ে চলার আনন্দ আর কখনো পাব কী?
Leave a Reply