রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আজমীর (১৯)। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
আজমীর পাবনার মো. খায়রুল শেখের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হারুন জানান, আজমীর ভোরে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। সাড়ে ৫টার দিকে বাড্ডায় হোসেন মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
Leave a Reply