ঝালকাঠির রাজাপুরে মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার সময় ইটভাটার ট্রলির চাপায় তাসমিয়া আক্তার মিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মিম দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে। সে উত্তমপুর নুরানি মাদরাসার ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মেয়ে মিম ও দেবরের মেয়ে ঝুমাকে নিয়ে উত্তরপুর মাদরাসায় যাচ্ছিলেন মা জাহানারা বেগম। পথে উত্তমপুর বাজার এলাকায় স্থানীয় ইটভাটা থেকে আসা একটি ট্রলি দেখে মা মেয়েদের হাতে ধরে পাশে সরে যান। কিন্তু দ্রুতগতিতে আসা ট্রলি মিমকে চাপা দেয়। মায়ের হাতে থেকেও রক্ষা পায়নি শিশুটি।
গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সকাল সাড়ে ১১টার দিকে পথেই মারা যায় শিশু মিম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।
Leave a Reply