বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) “সিঙ্গেল পয়েন্ট মুরিং” নামে একটি প্রকল্প বাস্তবায়নের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। সংক্ষেপে SPM নামে পরিচিত প্রকল্পটি। এ প্রকল্পের আওতায় মহেশখালী হতে চট্টগ্রামের পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটারের ( প্রতিটি) ২টি পাইপলাইন নির্মিত হয়েছে। একটি ডিজেলের অপরটি ক্রুড অয়েলের। পাইপলাইন ২টি অফশোর এবং অনশোর এ স্থাপিত হয়েছ। প্রকল্প বাস্তবায়নের পর বিপিসি’র অপারেশনাল একটিভিটি আরো সহজ ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। বিদেশ থেকে আমদানিকৃত জ্বালানি তেলের জাহাজ কুতুবদিয়া আউটার এন্কোরেজ থেকে spm এর মাধ্যমে স্বল্প সময়ে তেল খালাশ করতে সক্ষম হবে।
এ প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর তেল খালাশের জন্য বড় জাহাজগুলো spm এর বয়াতেই বার্থিং করবে, ভিন্ন কোন জেটির প্রয়োজন হবে না।
আজ ইস্টার্ন রিফাইনারিতে একটি সভা শেষে spm প্রকল্পের বয়া দেখতে যাই, এ বয়াটি নেদারল্যান্ডের “Blue Water” কোম্পানি সরবরাহ করেছে। সাথে ছিলেন প্রকল্পটির প্রকল্প পরিচালক জনাব শরীফ হাসনাত এবং রিফাইনারির এজিএম জনাব নাজমুল। ফেসবুক থেকে।
Leave a Reply