মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় বিদেশি জাহাজ এমভি গ্রেট রয়েলের ধাক্কায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ফাতেমা জাহান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল দুপুরে হাড়বাড়িয়ার ৮ নম্বর অ্যাংকরেজের (নোঙর) বাংলাদেশি জাহাজের ওপর আছড়ে পড়ে ৭ নম্বর অ্যাংকারেজের বিদেশি জাহাজটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমদানি করা পাথর নিয়ে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৮ নম্বর অ্যাংকরেজে বাংলাদেশি জাহাজটি অবস্থান করছিল। ফ্লাই অ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা বিদেশি জাহাজটি ছিল ৭ নম্বর অ্যাংকরেজে। জাহাজ দুটি থেকে পণ্য খালাস চলছিল। গতকাল দুপুরে জোয়ারের সময় গ্রেট রয়েল বাংলাদেশি জাহাজটির ওপর আছড়ে পড়লে জাহাজের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিদেশি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবারের মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুই জাহাজের সংঘর্ষে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Leave a Reply