চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আশা এনজিও কর্মী মাইনুল ইসলাম(৪৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চৌডালা সেতুর নিকট গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।
নিহত মাইনুল গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত তাহির হোসেনের ছেলে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

মরদেহ উদ্ধারকারী গোমস্তাপুর থানার উপপরিদশক (এসআই) অমিত দেবনাথ বলেন, কানসাটগামী ট্রাকটি বিপরীত দিকে আসা মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন এর চালক জাহাঙ্গীর। দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাাবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক অমিত আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাক শনাক্ত করে ট্রাক ও এর চালককে আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply