1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ বেড়েছে

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৪০ থেকে ১৪২টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এভিয়েশন খাতের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। যদিও সরবরাহ প্রতিবেদন প্রকাশের আগে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
সূত্রটি জানিয়েছে, পরিসংখ্যান অনুসারে মার্চে প্রায় ৬২টি উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি দীর্ঘমেয়াদি স্টোরেজ থেকে দেয়া হয়েছে। এয়ারবাস একক আইলের উড়োজাহাজের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। যদিও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক জেফরির বিশ্লেষক ক্লোয়ি লিমারি প্রথম প্রান্তিকে এয়ারবাসের ১৩৯টি উড়োজাহাজ সরবরাহের পূর্বাভাস দিয়েছেন। তবে তিনি চাহিদা ও উৎপাদন নিয়ে চ্যালেঞ্জের বিষয়টিও তুলে ধরেছেন।
কাতার এয়ারওয়েজের সঙ্গে একটি আইনি বিরোধের জেরে এয়ারবাস আদালতে জমা দেয়া তথ্যে জানিয়েছে, মার্চ পর্যন্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৫০টি সরু বডির জেট তৈরি করেছে। এর মধ্যে ২৭টি এ৩২১নিও মডেলের। চলতি বছরের শেষ নাগাদ এ উৎপাদনকে ৬১টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর মধ্যে ৩৩টি হবে এ৩২১নিও। এয়ারবাসের লক্ষ্য, ২০২৫ সাল নাগাদ প্রতি মাসে উড়োজাহাজ উৎপাদন ৭০-এর উপরে নিয়ে যাওয়া।
এভিয়েশন খাতের বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্টতই একটি চ্যালেঞ্জিং লক্ষ্য। এটি করতে গেলে সরবরাহকারীদের ওপর চাপ বাড়াতে হবে সংস্থাটিকে। এখন পর্যন্ত এয়ারবাস প্রকাশ্যে ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ প্রতি মাসে উৎপাদন ৬৫টিতে উন্নীতের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT