চীনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় দেশটির সরকার বিভিন্ন শহরে লকডাউন আরোপ করেছে। এর ফলে প্রভাব পড়ছে বৈশ্বিক কম্পানিগুলোর ব্যবসায়। জার্মান গাড়ি কম্পানি ফোকসওয়াগন জানিয়েছে, চ্যাংগচুয়ান ও সাংহাইতে কভিড-১৯ সংক্রমণের ফলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফোকসওয়াগন গ্রুপ চীন সিইও স্টেফেন ওলেনস্টিন বলেন, ‘এ অবস্থায় আমরা সাময়িকভাবে ক্রেতাদের উচ্চ চাহিদা পূরণ করতে পারছি না।’
Leave a Reply