দক্ষিণ কোরিয়ার বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক কিয়া নতুন ইলেকট্রিক কার আনছে। এই গাড়ি ভারতেও পাওয়া যাবে। বর্তমানে, কিয়া ভারতের বাজারে চারটি পণ্য বিক্রি করে। এগুলো হলো- সনেট, সেলটোস, কার্নিভাল ও ক্যারেন্স। এই গাড়িগুলো পেট্রোল-ডিজেলে চলে। এখনও পর্যন্ত কিয়া ভারতে কোনও বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসেনি। অচিরেই কিয়া ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে।
কিয়া ইতিমধ্যে ভারতে একটি বৈদ্যুতিক গাড়ি পরীক্ষা করছে। ইতিমধ্যেই দেশের রাস্তায় দেখা গিয়েছে গাড়ি। কিয়ার ইলেকট্রিক গাড়ি তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ চলতে দেখা গেছে। সেখানে কিয়া ইভি ৬ জিটি ভ্যারিয়েন্ট অন-রোড পরীক্ষার সময় দেখা গেছে।
চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে কিয়া ইভি৬ লঞ্চ হতে পারে। কিয়ার গাড়ি বাজারে আসলে টাটা নিক্সন, হুন্ডাই গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে। কেননা, এই দুই কোম্পানি ভারতে ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে।
গ্লোবাল মার্কেটে কিয়া ইভি৬ এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এর মধ্যে ইভি ৬ জিটি হল টপ-স্পেক ভ্যারিয়েন্ট, যা ডুয়াল ইলেকট্রিক অল-হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পাওয়া যায়। গাড়িতে ৭৭.৪ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্চ ৩২০ বিএইচপি শক্তি ও ৬০৫ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। গাড়িটি কোম্পানির ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্ল্যাটফর্ম (ই-জিএমপি) এর উপর ভিত্তি করে তৈরি।
গ্লোবাল কার মার্কেটে কিয়া ইভি৬ এক চার্জে ৪২৫ কিলোমিটার রেঞ্জ অফার করে। কোম্পানি আরও দাবি করেছে যে, আল্ট্রা-ফাস্ট চার্জিং সিস্টেমের সাহায্যে মাত্র ১৮ মিনিটে গাড়িটি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করা যাবে। গাড়িতে একাধিক ড্রাইভ কনফিগারেশন রয়েছে। গাড়ির দুটি ব্যাটারি ভ্যারিয়েন্ট পাবেন। রিপোর্ট অনুসারে, কিয়া যদি সিবিউ রুটের মাধ্যমে ইভি৬ ভারতে আসে, তাহলে এর দাম প্রায় ৬০ লাখ রুপি হতে পারে।
Leave a Reply