1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পায়রা বন্দরসহ কয়েকটি প্রকল্পে বসুন্ধরা বিটুমিন : চুক্তি স্বাক্ষর

এক্সেসরিস রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

পায়রা বন্দর, পদ্মা লিংক রোড, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের কাজে ব্যবহার করা হবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত বসুন্ধরা বিটুমিন। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বিটুমিন সরবরাহ করা হবে। এ জন্য গতকাল শনিবার রাজধানীতে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-১-এ চুক্তি সই হয়েছে।
বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন। চুক্তি সই শেষে মাকসুদুর রহমান বলেন, ‘চীনের অন্যতম বৃহত্তম নির্মাণ কম্পানি শিং শু কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠান আমাদের দেশের পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ তাদের বিদ্যমান এবং আসন্ন প্রকল্পগুলোতে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার জন্য চুক্তি সই করেছে। ’ তিনি আরো বলেন, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আমরা আনন্দিত। কারণ তারা মানসম্মত পণ্য ছাড়া তাদের প্রকল্পে ব্যবহার করে না। বিটুমিনের ক্ষেত্রেও অনেক যাচাই-বাছাই করার পর বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠান। তারা বসুন্ধরা বিটুমিনের মান নিয়ে খুবই সন্তুষ্ট। ’
লিয়াং জুসেন বলেন, ‘আমরা বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেছি এবং এখনো করছি। বসুন্ধরা বিটুমিনের মান অনেক ভালো হওয়ায় আমাদের প্রকল্পের কাজে এই বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। ’ তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের সাত বছরের মধ্যে আজকের এই চুক্তিতে খুবই আনন্দিত আমরা। আশা করছি, ভবিষ্যতে আরো সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে আমাদের। ’
চুক্তি সই অনুষ্ঠানে বসুন্ধরা বিটুমিনের এজিএম (সেলস) সুকান্ত কুমার সাহা, হিসাব বিভাগের শ্যামল মিয়া, ডেপুটি ম্যানেজার এ জে এম ওবায়দুর রহমান, হায়াত আল গাউস ও আবুজার লস্করসহ সেলস টিমের কর্মকর্তারা এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের চিফ ফিন্যান্স অফিসার সানি চও, বিজনেস ম্যানেজার রলিং হুউয়াংক, চিফ ইঞ্জিনিয়ার (ডিজাইন টেকনিক্যাল) মা আইউন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT