1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদ উপলক্ষে ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল, সতর্ক থাকার নির্দেশ

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগসহ ট্যুরিস্ট পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সোমবার বিকেলে খানজাহান আলী মাজার পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার এতথ্য নিশ্চিত করেছেন।
ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ জানান, ঈদের ছুটিতে দেশের ট্যুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় থাকে। সেই বিষয়টাকে মাথায় রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় বাগেরহাটের পর্যটন স্পটগুলো বিশেষ করে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনসহ হযরত খানজাহানের (রহ.) মাজার শরীফসহ বাগেরহাটের পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
পর্যটকদের নিরাপদ ভ্রমণের সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক থাকবে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের ফেসবুক পেইজ ও হট লাইন নম্বরে পর্যটক বা দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোনো সমস্যায় পড়লে অভিযোগ দিতে পারেন।
অভিযোগ পেলে অতীতের মতো ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে, হযরত খানজাহান (রহ.) মাজার চত্বরে থাকা ছিন্নমূল মানুষের ইফতারির জন্য খেজুর ও ফল বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন আহমেদ। এসময় ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ও পুলিশ পরিদর্শক মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT