ঈদুল ফিতর উপলক্ষে রেলের টিকেট কালোবাজারি ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত সিষ্টেম ইন্জিনিয়ার রেজাউল করিম রেজাকে চাকরিচ্যুত করেছে সহজ।
বুধবার রাত ১২টায় রেলের টিকিট পরিচালনার দায়িত্ব পাওয়া ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র এক বক্তব্যে বলা হয়, টিকেট কালোবাজারির অভিযোগে কমলাপুর এলাকায় অবস্থিত ঢাকা রেলস্টেশন থেকে র্যাবকর্তৃক আটককৃত ব্যক্তি মোঃ রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভি দ্বারা সম্প্রতি নিয়োগকৃত একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যূত করেছে। তার বিরুদ্ধে টিকেট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহজের পিআর ম্যানেজার ফারহাত আহমেদ সংবাদ মাধ্যমের কাছে এ লিখিত বিবৃতি পাঠান।
লিখিত বিবৃতিতে আরো উল্লেখ্য করা হয়, মোঃ রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠ ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি গত ২১ মার্চ, ২০২২ তারিখে অভিযুক্ত ব্যক্তিকে নিয়োগ প্রদান করে।
ভবিষ্যতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।
Leave a Reply