নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের জিন্দাপার্ক এলাকায় ঢাকা-গাজীপুর বাইপাস সড়কে দুই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন জানান, জিন্দাপার্ক এলাকার নারায়ণগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গাজীপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Leave a Reply