ভারতের কলকাতায় আটকে পড়া ১৫ বাংলাদেশি নাবিক ভালো আছেন। ঈদের আগেই দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা। তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কোলকাতায় উপ-দূতাবাসের প্রধান আন্দালিব ইলিয়াস বলেন, ওই নাবিকরা কলকাতা মেরিন ক্লাবে অবস্থান করছেন। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এখানকার স্থানীয় শিপিং এজেন্ট করছে। আমরা বৃহস্পতিবার তাদের ফেরত পাঠানোতে সহায়তা করার জন্য কলকাতা পোর্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।
ভালো থাকলে কেন নাবিকরা তাদের কষ্টের কথা জানিয়ে লাইভ করলো জানতে চাইলে তিনি বলেন, এটি তারাই ভালো বলতে পারবেন। তবে জাহাজের মাস্টার আমাদের জানিয়েছেন তাদের থাকা-খাওয়ার সমস্যা নেই।
উল্লেখ্য গত ২৪ মার্চ এমভি মেরিন ট্রাস্ট-১ নামের একটি কার্গো জাহাজ কোলকাতা পোর্টে ডুবে গেলে ওই ১৫ নাবিককে উদ্ধার করে কলকাতা মেরিন ক্লাবে থাকার জন্য পাঠানো হয়।
এক মাস পরে ফেরত পাঠানোর উদ্যোগ কেন নেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, জাহাজ কর্তৃপক্ষ বা নাবিকরা আমাদের বিষয়টি অবহিত করেনি। আমাদের তারা ইমেইল করে তিন-চার দিন আগে জানিয়েছে।
Leave a Reply