রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে তেলের লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার তাদেরকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোরে ফ্লাইওভারের ওপর একটি তেলের লরি মোটরসাইকেলটিকে দিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ২টি মর্গে রাখা হয়েছে। আব্দুস সালামের ছেলে এনতারুজ্জামান রাজধানীর খিলবাড়িরটেক এলাকায় থাকতেন। মৃত অশ্বিনী বিশ্বাসের ছেলে বিধানের বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply