বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এবারের ঈদের ছুটিতে দেশের বাইরে যাচ্ছেন। এয়ারলাইন্সগুলোতে টিকিটের জন্য হাহাকার চলছে। যাত্রী চাহিদা ও জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বিমানের ভাড়াও বেড়ে গেছে অনেক। তবুও এয়ারলাইন্সগুলো যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ট্যুর অপারেটররা বলছেন, গত দুই বছর করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ থাকায় ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। সেসব বিধিনিষেধ উঠে যাওয়ায় মানুষজন বিদেশে ভ্রমণের জন্য বেশ তৎপর হয়ে উঠেছেন।

ঢাকার একটি ট্যুর অপারেটর আকাশবাড়ি হলিডেজের কর্মকর্তা মাহমুদুল হাসান তুহিন বলছেন, কোভিড বিধি-নিষেধ উঠে যাচ্ছে, সেজন্য ট্রাভেল বেড়েছে। এজন্য আমাদের বিক্রি অনেক বেড়েছে।
ঢাকার ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, তার জীবনের প্রতিটি ঈদ তিনি গ্রামে করেছেন। ভিন্ন একটি অভিজ্ঞতা নিতে এবারই প্রথম দেশের বাইরে ঈদ উদযাপনের জন্য গেলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে অনেক পর্যটক এবারের ঈদে দুবাই, মালদ্বীপ এবং থাইল্যান্ডে যাচ্ছেন।
Leave a Reply