বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্স। বিমান পরিবহন সংস্থাটি ঘোষণা করেছে, তারা ২০২৫ সাল থেকে সিডনি থেকে লন্ডন এবং নিউ ইয়র্ক পর্যন্ত বিশাল দূরত্বে বিরতিহীন ফ্লাইট পরিচালনা শুরু করবে।
অস্ট্রেলিয়ার জাতীয় বিমানসংস্থাটি বলেছে, তারা এয়ারবাস এ ৩৫০-১০০০ উড়োজাহাজের একটি নতুন বহর কিনেছে। এগুলো বিশ্বের যেকোনো শহরে সরাসরি ফ্লাইট চালাতে সক্ষম।
কান্টাসের প্রথম সিডনি-লন্ডন ফ্লাইট যাবে ২০২৫ সালের শেষের দিকে। এ যাত্রায় প্রায় ২০ ঘণ্টা সময় লাগবে। এটি হবে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট।
১৯৪৭ সালে প্রথম চালু হওয়া সিডনি-লন্ডন রুট যাত্রায় এক সময় ৫৮ ঘণ্টা লাগতো। তখন এতে ছিল সাতটি যাত্রাবিরতি।
কান্টাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েস এক বিবৃতিতে বলেছেন, ‘এ৩৫০ এবং ‘প্রজেক্ট সানরাইজ’ বিশ্বের যেকোনো শহরকে অস্ট্রেলিয়া থেকে মাত্র এক ফ্লাইটের দূরত্বে নিয়ে আসবে। এটিই উড়ানের শেষ সীমান্ত আর দূরত্বের অত্যাচারের চূড়ান্ত সমাধান।’
Leave a Reply