ঈদের দিনেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে প্রায় ৫০০ যাত্রী। একই অবস্থা আজ বুধবার সারাদিনও। বেলা দুইটা নাগাদ তিন শতাধিক যাত্রী ভারতে যায়। তবে সে তুলনায় ভারতে থেকে যাত্রী আসছে কম।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ঢল নামে গত এক সপ্তাহ আগে থেকেই। গত তিনদিন আগে এ বন্দর দিয়ে রেকর্ড সংখ্যক ১৪৭৭ জন যাত্রী যাওয়া-আসা করে।
তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হয়। ওইপারে পাসপোর্ট এন্ট্রিসহ কাজের গতি ধীর হওয়ায় দুর্ভোগ আরো বেড়ে যায়। সব মিলিয়ে দুই ঘণ্টার মতো সময় লেগে যাচ্ছে পারাপারে।
যাত্রীরা জানান, দীর্ঘদিন পর পর্যটক ভিসা চালু করায় জরুরি প্রয়োজনে তাদরকে যেতে হচ্ছে। বেশিরভাগই যাচ্ছেন চিকিৎসা করাতে। বেনাপোলের চেয়ে এ পথে চলাচল সহজ জেনে তারা ছুটে এসেছেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী ইনচার্জ মোরশেদুল হক জানান, করোনার কারণে প্রায় দুই বছর যাত্রী পারাপার বন্ধ থাকে। এখন ভিসা দিতে শুরু করায় যাত্রীদের চাপ বেশি। ঈদের কারণে যাতায়াত আরো বেড়ে গেছে।
Leave a Reply