রাজধানীর উত্তরায় প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশাচালক তৈবুর আলী (৬৫) ও অটোরিকশার যাত্রী রাতুল (৩৮)। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে সকালের দিকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তী সময়ে গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিকশার চালক এবং এর যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুই জনকে মৃত ঘোষণা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা মামলার প্রক্রিয়াধীন। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। সকালের দিকে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।
Leave a Reply