নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত এবং ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে গাজী অটো রাইসমিলের সামনে ঢাকাগামী সিয়াম পরিবহনের সঙ্গে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, দুর্ঘটনাকবলিত ন্যাশনাল ট্রাভেলসের চার জন এবং সিয়াম পরিবহনের দুই জন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বনপাড়া আমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন– নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার (৩০), সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের পাইকোরদৌল এলাকার আলমগীর হোসেন (৪৮), একই এলাকার শাজাহান আলীর ছেলে কাওসার আলী (১৭) ও মেয়ে সাদিয়া পারভিন (১৬), টাঙ্গাইল জেলার দেলদুয়ার এলাকার ভানু প্রামাণিকের ছেলে জলিল (২৫), চাঁপাইনবাবগঞ্জের মশিউর রহমান (২৫) এবং মাগুড়া সদর উপজেলার মিজানুর রহমান।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত বাস সরানোর কাজ চলছে।
Leave a Reply