টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর রেলস্টেশনের কাছে ভোলারপাড়া অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা আব্দুল খালেক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক একটি কেমিক্যাল কম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। তার বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি লেভেলক্রসিং পার হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগামী লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসার জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply