সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নূরুল ইসলাম সুজনের শ্বশুর পক্ষের তিন যুবক আত্মীয়কে বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে জরিমানা করা নিয়ে তোলপাড় হয়েছে। চাকরি চলে যাচ্ছিল সংশ্লিষ্ট টিটিইর। প্রশ্ন উঠেছে, মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পরও কেন টিকিটের টাকাসহ জরিমানা আদায় করা হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের বিদ্যমান আইন অনুযায়ী, ট্রেনে বিনা টিকিটের যাত্রীকে জরিমানা ছাড়া টিকিট দেওয়ার কোনো সুযোগ নেই। ট্রেনে টিকিটবিহীন যাত্রীকে জরিমানা করার নিয়ম নিম্নরূপ:
প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রীর গন্তব্য পর্যন্ত ভাড়া+ প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রীকে যে স্টেশনে ডিটেক্ট করা হয়েছে সেই পর্যন্ত ভাড়া।
Leave a Reply