গত মার্চে বিধ্বস্ত হওয়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানের ব্ল্যাক বক্সের তথ্য ইঙ্গিত দিচ্ছে, ককপিটে থাকা কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক মূল্যায়নের বিষয়ে ওয়াকেবহাল সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে।
একজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কোনো ইঙ্গিত না পাওয়ায় বিমানের কর্মীদলের পদক্ষেপের দিকে মনোনিবেশ করা হয়েছিল।
বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কম্পানি মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা চীনা বিমান চলাচল নিয়ন্ত্রকদের কাছে প্রশ্ন করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মার্চ মাসে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি আকস্মিকভাবে বহু নিচে নেমে যাওয়ার পরে গুয়াংজির পাহাড়ে বিধ্বস্ত হয়। এটি কুনমিং থেকে গুয়াংজু যাচ্ছিল। বিমানটিতে থাকা ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য নিহত হয়। ২৮ বছরের মধ্যে এটি ছিল চীনের মূল ভূখণ্ডে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। সূত্র: বিবিসি।
Leave a Reply