করোনাভাইরাস সংক্রমণজনিত নানা বিধিনিষেধের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আকাশপথে বাণিজ্যিক ভ্রমণ। কিন্তু সে সময়ও বিশ্বের অতিধনী ও বড় ব্যবসায়ীরা আকাশপথ ব্যবহার করেছেন।
নিজেদের সুরক্ষা নিশ্চিত করে ব্যক্তিগত উড়োজাহাজের মাধ্যমে আকাশপথে ভ্রমণ করেছেন অনেকে। এ কারণে মহামারী শুরুর পর থেকে বাড়তে শুরু করেছে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সংখ্যা।
বিবিসির খবরে বলা হয়েছে, কারো কারো একান্ত নিজস্ব জেট থাকলেও অনেকে বেছে নিয়েছেন ভাড়া উড়োজাহাজকে। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি যেমন থাকছে না, তেমনি থাকছে না ব্যস্ত বিমানবন্দর ব্যবহারের ঝক্কিও। ফলে উন্নত বিশ্বের ধনী নাগরিকরা নিজের ও পরিবারের সদস্যদের চলাচলের জন্য এখন এসব উড়োজাহাজ ব্যবহার করছেন।
ব্যক্তিগত উড়োজাহাজগুলো সাধারণত বিলাসবহুল হয়ে থাকে। সম্প্রতি এ বিলাসবহুল অভিজ্ঞতা নিয়ে চালু হয়েছে এয়ার ট্যাক্সি।
আগে থেকেই চালু ছিল ভাড়া নেয়ার সুবিধা। টানা দুই বছর যখন আকাশপথে যাত্রা বন্ধ ছিল, তখনো বিশ্বের অতিধনী ও বড় ব্যবসায়ীরা নিরাপদে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছেন।
Leave a Reply