চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিলো না। কিন্তুু ১৯৮৬ সালে ক্যাম্পাস দেখতে গিয়ে পাহাড়ি এই বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়ে যাই। শুরু থেকেই হলে ছিলাম, শেয়ারে। যখন শহরে যেতাম ক্যাম্পাসে ফিরতাম হাটহাজারীর বাসে চড়ে। এসব লোকাল বাসের হেল্পার এর চমৎকার ডায়ালগ ছিলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তারা চেচিয়ে বলতো, অক্সিজেন, আমান বাজার, ব’ড্ডির পার, ফতেয়াবাদ, ভাচ্চিটি, হাটহাজারী…।
সেই আঞ্চলিক ভাষা চেষ্টা করেও শিখতে পারিনি।
পুরো বিশ্ববিদ্যালয়কালেই (১৯৯০ পর্যন্ত) চট্টগ্রাম -হাটহাজারী রুটে পেয়েছি এই মুড়ির টিন নামের বাসগুলো। তারপর অল্প সময়ের মধ্যেই হারিয়ে গেল সেই মুড়ির টিন।
Leave a Reply