অভিনব উদ্যোগ নিল বিশিষ্ট বিমান সংস্থা স্পাইসজেট (Spicejet)। তাঁদের কর্ণধার অজয় সিং জানিয়েছেন– এনবার স্পাইসজেটের বিমানে পাওয়া যাবে ব্রডব্যান্ড সার্ভিস। শীঘ্রই ওই পরিষেবা শুরু করা হবে স্পাইসজেটের তরফ থেকে। শুধু সেটুকুই নয়, পাশাপাশি ওই সংস্থা জানিয়েছে তারা শীঘ্রই নিজেদের ফ্লিটে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট যোগ করতে চলেছে।
এই ঘোষণাতেও খুশি হতে পারেন ওই বিমানসংস্থার সাধারণ যাত্রীরা। আর কয়েকদিনের মধ্যেই স্পাইসজেটের ১৭তম প্রতিষ্ঠা দিবস। আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক পরিকল্পনা রয়েছে এই সংস্থার। এর মধ্যে অন্যতম হল বিমানে ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসা।
এই ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে নাগরিকদের যাত্রা আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অনেকেরই বিমানযাত্রার সময় গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং অথবা অন্য কোনও কাজ পড়ে গিয়ে থাকে৷
সেক্ষেত্রে এই ব্রডব্যান্ড পরিষেবা তাঁদের অভিজ্ঞতা আরও ভালো করে তুলবে। এ তো গেল ব্রডব্যান্ড পরিষেবার কথা। ব্রডব্যান্ড পরিষেবার পাশাপাশি বেশ কিছু নয়া বিমানও যোগ করতে চলছে এই সংস্থা।
স্পাইসজেটের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, এই সংস্থার হাতে বর্তমানে ৯১টি বিমানের ফ্লিট রয়েছে।
এর মধ্যে ১৩ টি ম্যাক্স এয়ারক্রাফট এবং বাকি ৪৬টি বোয়িং ৭৩৭ এর পুরনো ভার্সন। এর পাশাপাশি এবার স্পাইসজেট নিয়ে আসছে বোয়িং ৭৩৭ এর নয়া বিমান।
Leave a Reply