চট্টগ্রাম মেডিকেলে শত শত স্বেচ্ছাসেবক “নেগেটিভ রক্তের ডোনার লাগবে” বলে চিৎকার করছে,হঠাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশত ডোনার আসে যাদের সবার রক্তের গ্রুপ নেগেটিভ! যে রক্তের জন্য ৭/৮ দিন আগে থেকে খোঁজ করতে হয় সে রক্ত দিতে সিরিয়াল দিতে হচ্ছে! এটাই মানবতা।
আজকের রক্ত ডোনেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডোনাররা ছিলো চোখে পড়ার মতো। ক্যাম্পাস থেকে উদ্যম নিয়ে রক্ত দিতে আসে চবিয়ানরা। এটাই ছাত্র সমাজের মানবিকতা!
সীতাকুন্ডের কন্টেইনার ডিপোর অগ্নিদগ্ধদের বাচাতে এমন মানবিক উদ্যোগের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্বিত। মানবিকতায় চবিয়ানরা সবসমই অগ্রগামী থাকবে।
ক্যাম্পাস থেকে আগত ভাইদের দিলখোলা ভালবাসা জানাচ্ছি। মানবিকতার জয় হোক।
Leave a Reply