বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২৪ মেয়াদের নির্বাচন আগামী শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একবার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বারভিডার ৯২০ সদস্যের মধ্যে এবার ভোটারের সংখ্যা ৭৬১ জন। সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত নতুন ২৫ সদস্য তাদের মধ্য থেকে ২০ জুন প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে মনোনীত করবেন।

বারভিডার এবারের নির্বাচনটি হওয়ার কথা ছিল গত ৯ ডিসেম্বর। কিন্তু গত কমিটির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে নির্বাচনের মাত্র ৪দিন আগে ৫ডিসেম্বর সংগঠনে প্রশাসক বসায় বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসকের তত্বাবধানেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ১০ মে বারবিডা’র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ২৮ মে প্রকাশিত হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রথা অনুযায়ী বিজয়ী প্যানেল প্রধান বারবিডা’র নতুন সভাপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলে ৫০ জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র নির্বাচন করছেন ১২জন। স্বাধীনতা পরিষদ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেলের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রামের গাড়ি ব্যবসায়ী বারভিডার সাবেক নেতা ফোর হুইলের মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যদিকে সম্মিলিত-গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতৃত্বে আছেন বারভিডার সাবেক সভাপতি অটো মিউজিয়ামের হাবিব উল্লাহ ডন। এই প্যানেলের এবার যুক্ত হয়েছেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক এইচএনএস অটোমোবাইলসের মোহাম্মদ শহীদুল ইসলাম। এর মধ্য দিয়ে সাবেক সভাপতি আবদুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। প্রার্থী হিসাবে আবদুল হকের নাম তালিকায় থাকলেও ভোটের মাঠে তিনি তেমন সক্রিয় নন। দুই প্যানেলের ঐক্য তৎপরতার ঢামাঢোলে কার্যত আড়ালে চলে গেছে সাবেক সভাপতির কর্মকান্ড।

সম্মিলিত-গণতান্ত্রিক ঐক্য পরিষদে আরও প্রার্থী হয়েছেন অটো প্লাসের আবু হোসাইন ভূইয়া রানু, কার সিলেক সানের আসলাম সেরনিয়াবাত, স্টার অটোমোবাইলসের মাহবুবুল হক চৌধুরী বাবর, আরএ এন্টারপ্রাইজের বেলাল উদ্দিন চৌধুরী, জাপানস অটোর মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়া ভোট করছেন আজাদ ট্রেডিংয়ের রায়হান আজাদ টিটু, রিমি অটোসের জসিম উদ্দিন মিন্টু, কারিব অটোর কাওসার হামিদ, গত কমিটির বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ আনা চট্টগ্রামের কে কে অটোমোবাইলসের এস এম আনোয়ার সাদাত। মূলত তার অভিযোগের প্রেক্ষাপটেই নতুন ভোটার তালিকা করে ভোটের আয়োজন করতে বারভিডায় প্রশাসক বসায় বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, বারভিডা দেশের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে স্থানীয় বিনিয়োগ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের মাধ্যমে সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে।
Leave a Reply