বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন আগামী ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

সংগঠনের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বছর মোট ভোটারের সংখ্যা ৭৬১ জন। ১৮ জুন তারিখে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য আগামী ২০ জুন তাঁদের মধ্য থেকে আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, তিনজন ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ও অন্য পদগুলোতে নির্বাচন করবেন।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply