আজ ২১জুন মঙ্গলবার বিশ্ব মোটরসাইকেল দিবস। ১৮৬০ সালে প্রথম প্যারিসে বাষ্পচালিত মোটরসাইকেল যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৮৮৫ সালে ফুয়েল ইঞ্জিনচালিত মোটরসাইকেলের উদ্ভাবন হয়। সেই থেকে আজ অবধি চলাচলের জনপ্রিয় একটি মাধ্যম মোটরসাইকেল।
বর্তমানে গ্রামীণ মেঠোপথ কিংবা শহরের যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর দ্রুত মাধ্যম দুই চাকার এই যান। তাই পণ্য ডেলিভারি ও যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আবশ্যকীয় হয়ে ওঠা মোটরসাইকেল এখন জীবিকারও একটি বড় উৎস। বাংলাদেশেও দ্রত জনপ্রিয় হয়ে উঠেছে মোটর সাইকেল। তারুণ্যের প্রিয় বাহন মোটর সাইকেল বাংলাদেশের বাজারে এক সময় পুরোটাই আমদানি হয়ে আসতো। বর্তমানে বাংলাদেশের বাজারে বিপনন করা প্রায় ৯৫ ভাগ মোটর সাইকেল বাংলাদেশেই তৈরি হচ্ছে। ফলে দামও কিছুটা কমে এসেছে।
Leave a Reply