পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত ঈদে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে বিমান। এতে আরও বলা হয়, অতিরিক্ত ফ্লাইটগুলোর মধ্যে সৈয়দপুর রুটে ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে।
Leave a Reply