1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিএম ডিপোতে আগুনের দায় মালিক ও তদারকি সংস্থার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের ঘটনায় ডিপোর মালিক ও সরকারি তদারকি সংস্থাগুলো দায়ী। এই আগুনকে আরো ভয়ংকর করে তোলে ডিপোতে থাকা হাইড্রোজেন পার-অক্সাইড। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কমিটি ২০টি সুপারিশ করেছে প্রতিবেদনে।
গতকাল বুধবার বিকেলে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিপো মালিক ও সরকারি তদারকি সংস্থাগুলো এর দায় এড়াতে পারে না।’
কমিটি গঠনের এক মাস এক দিন পর গতকাল বিকেলে কমিটির সদস্যরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মিজানুর রহমান বলেন, ‘তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ, এর দায়দায়িত্ব নির্ধারণ এবং এ থেকে উত্তরণে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা এসব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করেছি। প্রতিবেদনে ২০টি সুপারিশ করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, কারা এর জন্য দায়ী তা নির্ধারণের চেষ্টা করেছি। তবে এ তদন্তকে চূড়ান্ত বলা যাবে না। এ ঘটনায় বৃহত্তর তদন্তও হতে পারে।’
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, তদন্তকালে ডিপোতে কর্মরত ও এলাকাবাসীসহ ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুর্ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা সিআইডি, পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। তদন্তকালে ডিপোর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়া এবং বিস্ফোরণের জন্য ডিপোতে থাকা হাইড্রোজেন পার-অক্সাইডকে দায়ী করা হয়েছে।
বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেন, ‘৪ জুন দুর্ঘটনার পরদিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের এই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৫২ জন মারা গেছেন। আহত হয়েছেন দুই শতাধিক। দুর্ঘটনার পর মোট ছয়টি তদন্ত কমিটি গঠন করা হলেও এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর এবং বিভাগীয় কমিশনারের করা কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রথমে চট্টগ্রাম বন্দরের প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে এ দুর্ঘটনার জন্য বিএম ডিপো কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT