উত্তরের পথে পথে এখন ভয়াবহ যানজট। ঢাকা থেকে বেরোতেই জান বেরিয়ে যায় যানজটে। ঈদে ঢাকা-রাজশাহী-ঢাকা টিকেট ম্যানেজ করতে না পারলে এবং হাতে পর্যাপ্ত সময় সুযোগ থাকলে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস হতে পারে ঢাকা-রাজশাহী যাতায়াতের একটি চমৎকার বিকল্প।
মধুমতি এক্সপ্রেস ভাঙ্গা ছাড়ে দুপুর ২ঃ২০, রাজশাহী পৌছে রাত ৮ঃ২০। ট্রেনটি রাজবাড়ী, কুষ্টিয়া, পোড়াদহ, হার্ডিঞ্জ ব্রিজ, ঈশ্বরদী দিয়ে রাজশাহী পৌঁছাবে।
ঢাকা থেকে সড়কপথে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে পদ্মাসেতু হয়ে মোটামুটি তিনঘণ্টার কমেই পৌছা সম্ভব ভাঙ্গা মোড়। আর ভাঙ্গা মোড়ের পাশেই এই রেলস্টেশন।
Leave a Reply