
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক যাহিদ হোসেন। সরকারের এ অতিরিক্ত সচিবকে বিমানের নতুন এমডি করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাহিদ হোসেন রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থার ওই গুরুত্বপূর্ণ দায়িত্বে আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বিমানের এমডির দায়িত্ব সামলে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
Leave a Reply