রাজধানীর মিরপুরের পল্লবীতে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর।
শনিবার বিকাল ৫টায় মিরপুর সাড়ে এগারো পুরবী সিনেমা হলের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতাকর্মী মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা দেশের বিদ্যুৎ খাত ধ্বংসকারী অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধসহ টোকেন বাণিজ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী, সেক্রেটারি মাকুদ হাওলাদারসহ অন্যান্য নেতারা।
Leave a Reply