যুক্তরাজ্যের ধনীরা আগের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি সুপারকার ব্যবহারে ঝুঁকছেন। ২০২১ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে ১৮ হাজারেরও বেশি সুপারকার নিবন্ধন হয়েছিল। ব্রিটিশদের ব্যবহূত সুপারকারের মধ্যে রয়েছে ফেরারি, বুগাতি, অ্যাস্টন মার্টিন ও মাসরাতির মতো ব্র্যান্ডগুলো।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছর যুক্তরাজ্যে সুপারকার বিক্রি আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। প্রতিটি গাড়ির মূল্য কয়েক লাখ থেকে শুরু করে মিলিয়ন পাউন্ডেরও বেশি। যদিও অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ধনকুবেরদের উচ্চমূল্যের এ গাড়ি কেনা থেকে বিমুখ করতে পারেনি।
ড্রাইভিং ও ভেহিকল এজেন্সির পরিসংখ্যান বিশ্লেষণ করে অ্যাকাউন্ট্যান্সি ফার্ম ইউএইচওয়াই হ্যাকার ইয়াং জানিয়েছে, ব্রিটিশ ধনীরা ‘জীবন একটাই’ মানসিকতা গ্রহণ করেছেন। সুপারকারের মতো বিলাসবহুল আইটেমগুলোয় তারা আরো বেশি ব্যয় করতে আগ্রহী হয়েছেন।
ইউএইচওয়াই হ্যাকার ইয়াংয়ের ডেভিড কেন্ড্রিক বলেন, খুব কঠিন মহামারী সময়ের পরে অনেক ধনী ব্যক্তি খরচের হাত প্রসারিত করেছেন। আশপাশের অনেক মানুষকে কভিডে মারা যেতে দেখে তারা অর্থ সংরক্ষণের চেয়ে বরং বিলাসী জীবনে বেশি মনোযোগ দিয়েছেন। এছাড়া সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিও অপ্রত্যাশিত উপায়ে সুপারকার বিক্রিতে সহায়তা করেছে। যেমন রাতারাতি ক্রিপ্টোকারেন্সি মিলিয়নেয়ার।
ইউএইচওয়াই হ্যাকার ইয়াং গ্রুপ হলো যুক্তরাজ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শীর্ষ ২০ গ্রুপের একটি। শতাধিক অংশীদার এবং ৫৪০ জন পেশাদার কর্মী যুক্তরাজ্যজুড়ে ১৯টি অফিস থেকে কাজ করছেন। গত বছর দেশটিতে সবচেয়ে জনপ্রিয় বিক্রীত সুপারকার ব্র্যান্ড ছিল ফেরারি। এ সময়ে ১১ হাজার ৯৫৪ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। পাশাপাশি ল্যাম্বরগিনির মালিকানা যেকোনো সুপারকারের তুলনায় দ্রুত বেড়েছে। ২০২১ সালে এ গাড়ির বিক্রি ৫৯ শতাংশ বেড়ে ২ হাজার ৪১৯ ইউনিটে পৌঁছেছে।
Leave a Reply