চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের একটি টিউব আগামী অক্টোবরে চালু করা হবে। অন্য টিউবটি চালু করা হবে নভেম্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করবেন। সচিবালয়ে গতকাল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংলাপে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও অবকাঠামো ব্যবস্থা নিয়ে কথা বলেন মন্ত্রী। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এমনভাবে ছোটে সবাই। সেখানে একটা সমস্যা হয়েছে। বাস্তবতাটি সবার মেনে নেয়া উচিত। এছাড়া কিছুদিন পর কালনা সেতুর উদ্বোধন হলে নতুন বাস্তবতা দেখা যাবে। কালনার মধুমতি সেতুর উদ্বোধনও হবে অক্টোবরের যেকোনো সময়। প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে মেগা প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছি উল্লেখ করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে অনেক বাধাবিপত্তি ছিল; অনেকে হাল ছেড়ে দিয়েছিলেন; কিন্তু যারা কাজ করেছেন তাদের উৎসাহ দিতে ঈদের দিনেও সেখানে গিয়েছি। বর্তমানে ৮৭টি ছোট, বড় ও মাঝারি প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে। এর ফলে যানজট নিয়ন্ত্রণে আসবে।
দেশের সড়ক-মহাসড়কের সমস্যা চিহ্নিত করে দুর্ঘটনা নিরসনে কাজ চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরাপত্তা নিশ্চিত করার ওপর সরকার জোর দিচ্ছে। দুর্ঘটনায় নতুন উপদ্রব হিসেবে এসেছে মোটরসাইকেল। সড়ক নিরাপত্তা এখন বড় দুর্ভাবনার বিষয়, দুর্ঘটনা কম হলেও মৃত্যুর সংখ্যা বেশি; এ নিয়ে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।
Leave a Reply