কুমিল্লা সদরের দক্ষিণে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এয়ালাকার বাসিন্দা জয়নাল আবেদিন (৩৫) ও দুর্লভপুর এলাকার ইমরান হোসেন (৩০)।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি বাস বেলতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। চালকসহ আহত হন আরো দুজন। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি রং সাইড দিয়েই আসছিল বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply