বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাওয়া নতুন বাংলাদেশি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ (এসটু-এসটিবি) ঢাকায় পৌঁছেছে। গতকাল রোববার এয়ার অ্যাস্ট্রো এ তথ্য জানিয়েছে।
তারা জানিয়েছে, নতুন এ এয়ারক্রাফটটি বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার (৫ অক্টোবর) রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকেল ৪টায় ঢাকায় পৌঁছে।
এর আগে সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা জানায়, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ৪টি উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে। বাকি ৩টি এয়ারক্রাফট শিগগিরই যোগ দেবে।
এয়ার অ্যাস্ট্রা যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে বলে জানিয়েছে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শাহজালালে স্থান সংকট হওয়ায় এয়ার অ্যাস্ট্রাকে আপাতত ঢাকার বাইরে চট্টগ্রাম কিংবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্টেশন করতে বলা হয়েছে।
Leave a Reply