দিনাজপুরের বীরগঞ্জ-ঝাড়বাড়ি সড়কের বীরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল জলিল (৩৩) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। তিনি বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আকবর আলীর ছেলে এবং কিসামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
মঙ্গলবার দিবাগত রাত ৭টার দিকে বীরগঞ্জ-ঝাড়বাড়ি সড়কের বীরগঞ্জের শতগ্রাম ইউপির ঝাড়বাড়ি ধুলাউড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম জানান, নিজ বাড়ি হতে মোটরসাইকেল নিয়ে ঝাড়বাড়ি বাজারে যাচ্ছিলেন আব্দুল জলিল। পথে বীরগঞ্জ-ঝাড়বাড়ি সড়কের ধুলাউড়ি নামকস্থানে মোটরসাইকেলের সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে বাধে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply