তেল পরিশোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চার কর্মী আহত হয়েছেন।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ। আহতরা হলেন ইস্টার্ন রিফাইনারির নিরাপত্তা কর্মী মো. আকতার, প্রতিষ্ঠানের স্টাফ মামুন, অডিটর আবদুর রহমান ও সাইফুল।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৮টি গাড়ি কাজ করেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মিরারিং সেকশনের তেলের পাইপলাইনে আগুন লেগেছিল। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। এই শোধনাগারে আরও রয়েছে অনুঘটক পুনর্গঠন ইউনিট, অ্যাসফালটিক বিটুমিন প্ল্যান্ট এবং মৃদু হাইড্রোক্রাকিং ইউনিট। এটি ২০১৫ সালে সেরা সরকারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
Leave a Reply