1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

উড়োজাহাজ সরবরাহে এগিয়ে এয়ারবাস, ক্রয়াদেশে বোয়িং

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

কভিডের বিপর্যয় কাটিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উড়োজাহাজ ভ্রমণের চাহিদা। বেশির ভাগ দেশ সীমান্ত বিধিনিষেধ তুলে দেয়ায় ভ্রমণ আরো ত্বরান্বিত হয়েছে। এ অবস্থায় সরবরাহ বাড়ছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। গত মাসে ৫৫টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস। এ সময়ে বোয়িংয়ের সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা ৫১। সেপ্টেম্বরের সরবরাহে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি এগিয়ে থাকলেও ক্রয়াদেশ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে বোয়িং।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সত্ত্বেও ঐতিহ্যগতভাবে ব্যস্ত চতুর্থ প্রান্তিকের আগে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উড়োজাহাজ সরবরাহ বেড়েছে। গত মাসে এয়ারবাসের সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ নিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে সংস্থাটির সরবরাহ ৪৩৭টিতে উন্নীত হয়েছে। পূর্বের সরবরাহকৃত উড়োজাহাজ বাতিলকরণের হিসাব বাদে এখন পর্যন্ত সংস্থাটির সরবরাহ দাঁড়ায় ৪৩৫টিতে। একই সময়ে মার্কিন প্রতিদ্বন্দ্বী বোয়িং বিভিন্ন সংকট কাটিয়ে ৩২৮টি উড়োজাহাজ সরবরাহ করেছে। সরবরাহের পাশাপাশি প্রতিষ্ঠান দুটির ক্রয়াদেশের সংখ্যাও ঊর্ধ্বমুখী রয়েছে।
গত মাসে এয়ারবাস মাত্র ১৩টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। যদিও এ সময়ে ৯০টি জেটের ক্রয়াদেশ পেয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা।
লন্ডনভিত্তিক ব্রোকার কোম্পানি এজেন্সি পার্টনারসের মতে, এয়ারবাসের গত মাসের সরবরাহ ২০১২ সাল থেকে গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ৭০০ জেটের ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে এয়ারবাসকে বছরের শেষ তিন মাসে ২৬৫টি উড়োজাহাজ সরবরাহ করতে হবে। বিশ্লেষক স্যাশ তুসা একটি নোটে লিখেছেন, এটি একটি অপ্রত্যাশিত লক্ষ্যমাত্রা।
নির্মাতাদের উড়োজাহাজ সরবরাহ শেষ প্রান্তিকে ঐতিহ্যগতভাবেই বেড়ে যায়। তবে শিল্প সূত্রগুলো সতর্ক করেছে, কভিডজনিত জটিলতার প্রভাব কাটতে না কাটতে ইউক্রেন যুদ্ধের ব্যাঘাত সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এ নিয়ে চলতি বছর ৮৫৬টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানটি। বাতিলকরণের পরে এ সংখ্যা দাঁড়ায় ৬৪৭-তে।
অন্যদিকে বোয়িং গত মাসে জোরালো চাহিদার কারণে সংস্থাটির ক্রয়াদেশের সংখ্যা ৯০টিতে উন্নীত হয়েছে। এর আগে জুনে সংস্থাটি একই সংখ্যক উড়োজাহাজ সরবরাহ করেছিল। সে সময় ২০১৯ সালের মার্চের পর প্রথমবারের মতো সংস্থাটির মাসিক সরবরাহ ৫০ অতিক্রম করেছিল। গত মাসে বোয়িং ৫১টি নতুন ৭৩৭ ম্যাক্স এবং ১৪টি ৭৭৭সহ ৪৫টি ওয়াইড বডি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। এ সময়ে সংস্থাটি আমেরিকান এয়ারলাইনসকে তিনটি ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭সহ ১৪টি ওয়াইড বডি উড়োজাহাজ সরবরাহ করেছিল।
চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৭টি ৭৩৭ ম্যাক্সসহ ৩২৮টি উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। আগামী ডিসেম্বরে ম্যাক্স ১০ উড়োজাহাজের অনুমোদন পাবে বলে আশাবাদী বোয়িং। মডেলটি ৭৩৭ ম্যাক্সের চেয়ে সামান্য বড়। এ সময়ের মধ্যে সংস্থাটির কিছুটা ছোট বিকল্প ম্যাক্স ৭ মডেলেরও অনুমোদন পাবে। যদিও গত সপ্তাহে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কংগ্রেসকে জানিয়েছিল যে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে বোয়িং ৭৩৭ ম্যাক্সের অনুমোদন পাওয়ার আশা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT