রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন এন্ড অফশোর এক্সপো-২০২২ (বাইমক্স)’ শেষ হয়েছে গতকাল। সন্ধ্যায় জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর ও এর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর পর্দা নামে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উন্মুক্ত ছিল। মেরিটাইম ও অফশোর শিল্পে বাংলাদেশী ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত হয় এই এক্সপোর মাধ্যমে। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড চতুর্থবারের মতো ফায়ার ওয়ার্কস মিডিয়া গ্রুপের সাথে এই প্রদর্শনীর আয়োজন করে।
স্যাভর ইন্টারন্যাশনালের সহকারি মহাব্যবস্থাপক মো. আজহার হোসাইন বলেন, প্রতিদিন দুই হাজার দর্শনার্থী বিভিন্ন স্টল ভিজিট করেছেন। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি।
প্রদর্শনীতে স্ক্যানিয়া ইঞ্জিনসহ মেরিন পাওয়ার সলিউশন সামগ্রী নিয়ে এসেছে ইউরো পাওয়ার বিডি লিমিটেড। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাকি মাহমুদ বলেন, এবারের মেলায় আমরা অনেক সাড়া পেয়েছি।
গতকাল এক্সপোতে গিয়ে কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি শেষ করা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিতে কাজ করছি। মেকানিক্যাল ইঞ্জিন, জেনারেটর নিয়েই কাজ করতে হয় আমাকে। এই প্রদর্শনীতে এসে দেশি বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে অনেক ধারণা পেলাম, যা পেশাগত জীবনে কাজে আসবে।
প্রদর্শনীতে ১৪ টি দেশের ১৬০টিরও বেশী প্রতিষ্ঠান স্টলে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে। শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল এন্ড গ্যাস সাপোর্ট, শিপিং লজিস্টিক, পোর্ট, ফিশিং ভেসেলস, ফিশারী শিপ বিডিং এবং প্রসেস অটোমেশন শীর্ষক বিষয়বস্তু এই প্রদর্শনীতে স্থান পায়।
Leave a Reply