‘সড়ক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে সারা দেশে গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রংপুরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক বিভাগ) আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগম।
নওগাঁয় প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটির তাত্পর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরার সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভুঁইয়ার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, এনডিসি গোলাম রাব্বানী, জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক প্রমুখ।

গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে আইন মেনে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহন চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মেট্রোপলিটন পুলিশ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন।
গোপালাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ।
পটুয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ আবদুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ।
Leave a Reply