যানজটে নাকাল রাজধানীতে যত চিৎকার শোরগোল হোক না কেন সমাধান হবে না। যদি রাজধানীতে গাড়ি চলাচল কমানো না হয়।
এজন্য যা করতে হবেঃ
১) প্রতিটি এলাকার আবাসিকদের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দিয়ে এলাকার বাইরের শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হলে এবং স্কুলবাসের ব্যবস্থা থাকা সাপেক্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বৃত্ত আসনে এলাকা বহির্ভূত শিক্ষার্থী ভর্তির বিধান প্রবর্তন করা।

২) প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকানাধীন গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে পেশাদার গাড়ি চালক নিষিদ্ধ করা।
৩) উবার বা অন্যসব ধরনের ভাড়ায় চালিত গাড়ির রং পৃথক করা।
এই তিন ব্যবস্থা নেয়া হলেই সড়কে গাড়ির চাপ বর্তমানের তিন ভাগের একভাগেরও নীচে নেমে যাবে।
এরপরের করণীয় ট্রাফিক ব্যবস্থার সংস্কার। তারজন্য চাইঃ-
১) ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ বন্ধ করে সিগনাল বাতিতে সড়কের যান চলাচল নিয়ন্ত্রণে আনা।
২) মোবাইল কোর্ট ছাড়া ট্রাফিক পুলিশের মাধ্যমে সড়কে যানবাহনের কাগজপত্র চেক করা বা মামলা দিয়ে কমিশনের ভিত্তিতে টাকা আদায়ের ব্যবস্থা বন্ধ করা।
৩) সিগনাল পয়েন্ট এবং ক্যাট আইয়ের মাঝে মাঝে সড়ক ক্যামেরা বসিয়ে কন্ট্রোল রুম থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করার ব্যবস্থা করা।
৪) জরিমানা খেলাপি যানবাহনের বিরুদ্ধে আটকাদেশ জারী করা। ফেসবুক থেকে।
লেখক : সিনিয়র জার্নালিস্ট।
Leave a Reply