দিল্লিতে ইন্ডিগোর বিমানে আগুনের শিখা, ওই ঘটনায় এবার ডিজিসিএ-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে ১৮০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিচ্ছিল ইন্ডিগোর একটি বিমান।
টেক অফের ঠিক আগের মুহূর্তেই ৬ই-২১৩১ বিমানের ইঞ্জিনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে বিমানটিকে রানওয়েতে থামানো হয়। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তৎক্ষণাৎ আগুন নেভানো হয়। এই ঘটনা ঘিরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় দিল্লি বিমানবন্দরে।
গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টেক অফের সময় যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটিকে থামান। সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন। তাঁদের অন্য বিমানে করে রাত ১২টা ১৬ মিনিট নাগাদ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply