দেশে নতুন এয়ারলাইন হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে এয়ার অ্যাস্ট্রা। সব আনুষ্ঠানিকতা শেষ করে নভেম্বর মাসেই ফ্লাইট শুরু করবে এয়ারলাইনটি। ১৪ নভেম্বরের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। প্রাথমিকভাবে কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফ বলেন, ‘শুরুতে কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। এখন আমাদের ২টি উড়োজাহাজ আছে। নভেম্বর-ডিসেম্বরে আরও ২টি উড়োজাহাজ আসবে।’
এদিকে ৩ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে এয়ার অ্যাস্ট্রা। এওসি (নম্বর ২৭) হলো— বেবিচকের চূড়ান্ত অনুমোদন, যার মাধ্যমে এয়ার অ্যাস্ট্রা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার অনুমতি পেলো। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিছের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী সারাদেশে নিরাপদ ও দক্ষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের জিডিপিতে অবদান রাখার জন্য এয়ার অ্যাস্ট্রাকে ইন্ডাস্ট্রিতে স্বাগত জানান। আবেদনের এক বছরের মধ্যে বেবিচকের নিয়মনীতি ধারাবাহিকভাবে মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। এয়ার অ্যাস্ট্রার সিইও বেবিচক কর্তৃপক্ষকে তাদের ক্রমাগত সহায়তা এবং নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জানান।
অ্যাস্ট্রা জানায়, তাদের এয়ারলাইনের বহরে দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট।৭০ জন যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজ।
Leave a Reply