চীনে আবারো গাড়ি তৈরিতে প্রতিবন্ধকতার মুখে পড়েছে টেসলা। অক্টোবরে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি চীনে তৈরি ৭১ হাজার ৭০৪ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। এ সংখ্যা আগের মাসে রেকর্ড উচ্চতার তুলনায় ১৪ শতাংশ বেশি। খবর রয়টার্স।
চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) তথ্য অনুসারে, সেপ্টেম্বরে টেসলা রেকর্ড ৮৩ হাজার ১৩৫ ইউনিট গাড়ি সরবরাহ করেছিল। সরবরাহকৃত গাড়ির এ সংখ্যা ২০১৯ সালের ডিসেম্বরে সাংহাই কারখানা চালু হওয়ার পর সর্বোচ্চ। যদিও গত মাসে সরবরাহকৃত গাড়ির সংখ্যা এক বছর আগের তুলনায় বেশি রয়ে গিয়েছে।
গত মাসে চীনে বিওয়াইডির পর দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুচ্চালিত গাড়ির নির্মাতা ছিল টেসলা। এ সময়ে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ২ লাখ ১৭ হাজার ৫১৮ ইউনিট গাড়ি সরবরাহ করেছে।
বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে টেসলা তার মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম ৯ শতাংশ পর্যন্ত কমিয়েছে। যদিও অন্য বাজারগুলোয় গাড়ির দাম বাড়িয়েছে সংস্থাটি। সম্প্রতি সংস্থাটি চীনের প্রথম শোরুম বন্ধ করে দিয়েছে। রিটেইল পর্যায়ে খরচ কমাতে ফ্ল্যাগশিপ শোরুমটি বন্ধ করে দেয়া হয়েছে।
Leave a Reply