জাহাজি ভাই জাহাজি ভাই তোমার খবর কি
চরপাড়া ঘাট বয়কট করে পারকি এসেছি।
আগের মতো জমছে না-কি বিজয় নগর হাট
কোন সমিতি কেমন করে বাধিছে আটঘাট।
সন্ধ্যা হলে চায়নিজ ঘাটে কেমন থাকে ভিড়
নাবিকরা কি জাহাজ যেতে হয় তেমন অস্থির।
রোজ সকালে বাজার যেতে নাবিক নামে তেমন
হুড়মুড়িয়ে একসাথে সব নামতো আগে যেমন।
পনর নম্বর বিজয় নগর চা’র দোকানে বসে
চায়ের পরে পান খেয়ে কি ধুম্র টানে কষে।
নেভাল রোডে নদীর কূলে সারি সারি চেয়ার
সাজিয়ে কি আজো বসে নানান বর্ণের পেয়ার।
পেঁয়াজু আর বট ভুনা কি আগের মতো চলে
ফ্লাক্স ভরে কি হকার এসে কফির কথা বলে।
ফের যদি সেই জম জমাট হয় বিজয় নগর বাজার
শিক্ষা হবে চরপাড়াদের কঠিন ভিলেন সাজার।
Leave a Reply