সিএনজিতে করে গত ২৪শে অক্টোবর অসম্ভব ঝড় বৃষ্টির সময় মিরপুর ১০ থেকে মগবাজারে (বাসায়) আসার পর দেখি আমার পার্সটা খুজে পাচ্ছি না। অনেকক্ষণ খোজাখুজির OBHAI থেকে আগত মোঃ হেলাল (সিএনজি ড্রাইভার) ভাইকে কল দেই। উনি খুজে দেখে জানাবেন বলে কিছুক্ষণ পরে আমাকে কল দিয়ে বললেন, ম্যাডাম আপনার পার্সটা খুজে পেয়েছি। আপনি চাইলে মানিকনগর এসে নিতে পারেন আর না হয় আমি আপনার ঠিকানায় পৌঁছে দেবো।
যেই কথা সেই কাজ, উনি আমার বাসায় এসে পার্সটা ফেরত দিয়ে যান।
বিঃদ্রঃ পৃথিবীতে এখনো ভাল মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। অসংখ্য ধন্যবাদ মো: হেলাল ভাই।
সৌজন্য : ওভাই।
Leave a Reply